Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাওড় ও নদী

কাপাশহাটিয়া ইউনিয়নের সবচেয়ে ঐতিহ্যবাহী হল এখানকার বাওড়। বর্ষায় পানিতে কানায় কানায় ভরে যায়। তখন এর অপরুপ লীলা যেন সকলের মনকে আকৃষ্ট করে তলে। বাওড় থেকে ১কি.মি.  পশ্চিমে কাপাশহাটিয়া ইউনিয়ন ভালকী বাজারে অবস্থিত। এছাড়া নবগঙ্গা নামে একটি নদী কাপাশহাটিয়া ইউনিয়নের দক্ষিনের শেষ সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। বলতে গেলে এর কিছু অংশ কাপাশহাটিয়া ইউনিয়নের ভেতরও পড়েছে।