Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদ

 () ইউনিয়নের নাম :- (ক) ৫ নং কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদ

(খ) ইউনিয়নের সীমানা :- উত্তরে  :-ফলসী ইউপি। দক্ষিণে :- নবগঙ্গা নদী। পূর্বে  :-চাঁদপুর ইউপি। পশ্চিমে :-দৌলতপুর ইউপি ।

 (গ) জেলা/থানা থেকে যোগাযোগের ব্যবস্থা :- সড়ক পথ/বেবীট্যাক্সি/মোটর সাইকেল।

 (২) ইউনিয়ন পরিষদের পরিচিতি :-

 (ক) মোট জন সংখ্যা :-৩৫৪০০ জন

(খ) গ্রামের সংখ্যা :-২১ টি।

(গ) মৌজার সংখ্যা :-১০ টি।

(ঘ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা :-৩৪টি।

          (i) মাধ্যমিক বিদ্যালয়ৰ ০৫ টি

         (ii) প্রাথমিক বিদ্যালয়ঃ ২২ টি

        (iii) মাদ্রসাঃ ০২ টি

        (iv) কলেজঃ ০১ টি

(ঙ) শিক্ষার হার :-৫৫%।

(চ) হাট বাজারের সংখ্যা :-৫ টি।

(ছ) রাস্তা ও সড়কের পরিমান :- ১। পাকা ;-২৫ কি: মি:  

                                      ২। এইচ বিবি :-২ কি: মি:  

                                      ৩। কাঁচা :-৪০ কি :মি: 

(জ) নলকুপের সংখ্যা :-      ১। অগভীর ;-১৫৬০ টি ।

                                ২। গভীর:-২৫ টি।

(ঝ) জমির পরিমাণ : -      ১। এক ফলসীঃ-৯০০ (একর)            

                                ২।  দু ফলসী :-৪৩০০ (একর)  

                               ৩। তিন ফলসী :-২০০০(একর)            

                               ৪। পতিত জমি:-৩০০ (একর)

(ঞ) ঐতিহাসিক দর্শনীয় স্থানঃ- কাপাশহাটিয়া বাওড়।

 (চ) বে-সরকারী প্রতিষ্ঠান :-  ১। এনজিও - ৪ টি।

                                   ২। আর্থিক প্রতিষ্ঠান :-১ টি।      

(ছ) ধমীয় প্রতিষ্ঠানঃ          

১। মসজিদ- ৪৮টি

২। ঈদগাহ - ২৮ টি

৩। মন্দির - ৬ টি

৪। কবরস্থান :- ৩ টি       

৫।  শ্নশান :-১ টি।

 ৩। সংগঠনঃ                   ক) ক্রিড়া সংগঠন- ৮টি,

                                     খ)  সাংস্কৃতি সংগঠন-৪টি,

                                     গ) পেশাজীবী-১টি

() ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ-

 (ক) নিয়মিত অফিস খোলা রাখা।

 (খ) জনগনের সার্বিক  বিষয়ে সহায়তা করা।

 (গ)  ওয়ারেশ সনদ প্রদান করা।

 (ঘ) নাগরিক সনদ প্রদান করা।

 (ঙ) জন্ম সনদ প্রদান করা ।

 (চ) ট্রেডলাইসেন্স প্রদান করা ।

 (ছ) মৃত্যু সনদ প্রদান করা।

 (জ) অফিসায়াল যাবতীয় কার্যক্রম পরিচালনা ও সংরক্ষন করা।

 () পঞ্চবার্ষিকী পরিকল্পনা ;-   পঞ্চবার্ষিকী পরিকল্পনা অণুযায়ী  প্রকল্পনা গ্রহণ করা হয় ।

(৬) গ্রাম, ওয়ার্ড এবং ভোটার সংখ্যাঃ-

ক্রঃ নং

ওয়ার্ড নং

ওয়ার্ডের নাম

ভোটার সংখ্যা

 

১নং ওয়ার্ড

 রায়পাড়া -৭০৬ 

 কূল্যাগাছা-৪৮৩

 গোপালনগর- ৪০৮

১৫৯৭

 

২নং ওয়ার্ড

 কিসমত ঘোড়াগাছা -৪৭৭

 গুড়পাড়া ভাতুড়িয়া-৬২৩

 পোলভাতুড়িয়া-৫০৫

১৬০৫

 

৩নং ওয়ার্ড

  ঘোড়াগাছা-৫৫০

 ঘোড়দহ-৪২৭

 বিনোদপুর-৬৭০

১৬৪৭

৪নং ওয়ার্ড

  শিতলী - ১৭৪৮

১৭৪৮

 

৫নং ওয়ার্ড

  ভালকী ৯২০

 পায়রাডাঙ্গা-১০৬৭

১৯৮৭

 

৬নং ওয়ার্ড

  কাপাশহাটিয়া- ১৬৬৮

 রথখোলা-৪১২

২০৮০

৭নং ওয়ার্ড

 শাখারীদহ- ১৭৫১

১৭৫১

 

৮নং ওয়ার্ড

  হিজলী -৭৪৯

 পৈলানপুর- ৮৬৪

১৬১৩

 

৯নং ওয়ার্ড

  রুপদহ-৪১৯

 দ্বারিয়াপুর-৯৫৯

 দৌলতপুর -৩২৬

 মান্দারতলা- ১৯৭

১৯০১

 

 সূত্রঃ ২০১১ সালের নির্বাচনী সমীক্ষা অনুযায়ী।

() ইউপি ভবন/ঘরের বিবরণ:-

 (ক)  খতিয়ান ও দাঘ নং : খং নং-৩ দাগ নং-৬৮২৩,৬৮৬৭,৬৮৬৯,৬৮৬৮।

 (খ)  জমির পরিমান  :-৭৯ শতক।

(গ) অফিস আঙ্গিনায় জমির পরিমান  :-৭৯।

(ঘ)ইউপি কার্যালয়ে প্রকৃতি ও

(ঙ) ঘর ষংখ্যা  :  কমপ্লেক্স ভবন।

(চ) র্নিমাণ /মেরামতের তারিখ :-২০০০ সাল ।